গাইবান্ধায় গৃহবধূ হত্যার ঘটনায় সবুজ ফকির নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ এপ্রিল জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রুজিনা বেগমের পথরোধ করে একই এলাকার সবুজ ফকির। এ সময় তিনি গৃহবধূর কাছে টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে আসামি ধারালো ছুরি দিয়ে প্রকাশ্যে গৃহবধূকে ছুরিকাঘাত করে।
পরে গৃহবধূর স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি এবং সাক্ষী প্রমাণ শেষে আদালত গতকাল এ রায় দেন।