জৈন্তাপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এখন চলছে মনোনয়নপত্র দাখিলের পালা। প্রতিদিনই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
গতকাল সোমবার পাঁচ ইউপির কয়েক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আজ শেষ দিন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা উপজেলার দুজন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।
চারিকাটা ইউপির বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শাহ আলম চৌধুরী তোফায়েল, স্বতন্ত্র প্রার্থী সুলতান করিম, ফতেপুর ইউপির বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদসহ বেশ কয়েকজন প্রার্থী বিপুল কর্মী–সমর্থক নিয়ে রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।