নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দুই বহিরাগতকে আটক করেছে। আটক ব্যক্তিরা রোগী ও স্বজনদের কাছ থেকে ঘুষ নিয়ে বিভিন্ন সেবার ব্যবস্থা করে দিচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার রাজীব বৈদ্য (২৮) এবং কুমিল্লার কোদালকাটা এলাকার মো. হাসান (২২)। তাঁরা হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে অবস্থান করছিলেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক ফয়সাল আহমেদ কাদের এই অভিযান চালান।