নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার নরসিংদী জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, পদ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন-অর-রশিদকে অব্যাহতি প্রদান করা হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ ও কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে তাঁকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মো. হারুনুর রশীদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে আমি নাকি বক্তব্য দিয়েছি, এমন অভিযোগ কেন্দ্রে জানিয়েছেন বর্তমান ও সাবেক সাংসদ। ২০১৯ সালে পুটিয়া ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে আমার বক্তব্যের একটি অংশ নেত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এ কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি সংবাদ সম্মেলন করে আমার সব কথা জানাব।’