হোম > ছাপা সংস্করণ

রোহিঙ্গা শিবিরে রাতের পাহারা বন্ধ করতে হামলা, এক মাঝি খুন

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

রাত্রিকালীন নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন করছিলেন কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিন (৩৩)। এ সময় আরও কয়েকজন হেড মাঝি (নেতা), সাব মাঝি ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার রাতে বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের দায়িত্ব নিয়ে বৈঠক চলাকালে ১৫-২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত সেখানে অতর্কিত হামলা চালায়। এতে আজিম উদ্দিনসহ তিন রোহিঙ্গা মাঝিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে তাদের উদ্ধার করে ৮ ওয়েস্ট ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাব মাঝি রহিম উল্লাহ এবং একই ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ করিম চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কাজ করছেন বলে জানিয়েছে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন আজকের পত্রিকাকে জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বছরের অক্টোবর মাসে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেলোএকটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছয় রোহিঙ্গাকে হত্যার পর রোহিঙ্গা মাঝি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে রাত্রিকালীন পাহারা জোরদার করে এপিবিএন।

রোহিঙ্গা মাঝিদের সন্দেহ, আত্মগোপনে থাকা অপরাধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও রাত্রিকালীন পাহারাকে অকার্যকর করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ