হোম > ছাপা সংস্করণ

৬৬ মণ্ডপে সপ্তমী পূজা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সপ্তমী পূজা ছিল গতকাল। নরসিংদীর রায়পুরার পূজা মণ্ডপগুলোতে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৬৬টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। রায়পুরা থানা-পুলিশ সূত্রে জানা গেছে উপজেলায় শারদীয় উৎসবকে নির্বিঘ্ন করতে থানা-পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গতকাল উপজেলা সদরের পূজা মণ্ডপগুলোতে ঘুরে দেখা গেছে উৎসব মুখর পরিবেশে চলছে পূজা অর্চনা।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত বণিক বলেন, ‘উপজেলার ৬৬টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। আশা করছি পূজা নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পারব।’

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সিনিয়র সহসভাপতি তাপস কুমার বিশ্বাস বলেন, ‘আগেই নিরাপদে পূজা উদ্‌যাপনের জন্য উপজেলা প্রশাসন ও রায়পুরা থানা-পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেয়েছি। আশা করি সুষ্ঠুভাবে পূজা উদ্‌যাপন সম্পন্ন হবে।’

উপজেলার বন্ধু সংঘের মণ্ডপে কথা হয় রায়পুরার সংবাদপত্র এজেন্ট বিশ্বনাথ সাহার সঙ্গে। তিনি বলেন, ‘পূজা অর্চনার কাজ শুরু হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে পারব। এবার বন্ধু সংঘের পক্ষ থেকে পূজা উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মধ্যে কাপড় বিতরণ করা হয়েছে। ‘

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, পূজায় সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকবে পুলিশ। এ ছাড়া চেকপোস্টসহ পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন, পূজা উদ্‌যাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উপলক্ষে সার্বক্ষণিক তদারকির করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ