হোম > ছাপা সংস্করণ

ছাপাখানায় ব্যস্ততা

জাকির হোসেন, সুনামগঞ্জ

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা প্রতীক পাওয়ার পরপরই প্রচার প্রচারণায় মাঠে চষে বেড়াচ্ছেন। এই দুই উপজেলার প্রত্যেকটা হাট বাজার থেকে শুরু করে পাড়া মহল্লায় ছেয়ে গেছে পোস্টারে। আর পোস্টার ছাপাতে ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কারিগরেরা।

সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নে ৭৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরের ৯ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ১১৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন ৩৯৯ জন। অন্যদিকে শান্তিগঞ্জ উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ সদস্য পদে ৯৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটের মাঠে আছেন ৩৪৩ জন প্রার্থী।

আর অধিকাংশ প্রার্থীদের পোস্টার লিফলেট ছাপানোর কাজ করছেন সুনামগঞ্জ শহরের সাতটি ছাপাখানার কারিগরেরা।

জেলা শহরের ছোটবাজারে বিভিন্ন কারখানায় গিয়ে দেখা গেছে, কম্পিউটারে ডিজাইন, ছাপানো, কাট-ছাঁট, বাঁধাই নিয়ে ব্যস্ত কারিগরেরা। সুনামগঞ্জ পৌর শহরের এক প্রেসের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৫৫ জন প্রার্থীর পোস্টার লিফলেট ছাপানোর কাজ হাতে নিয়েছি। আরও প্রার্থীরা আসছেন কিন্তু আমরা কাজ নিতে পারছি না। তাঁদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি।’

ওই ছাপাখানার মেশিনম্যান আব্দুল কাদির বলেন, ‘দিন-রাত কাজ করে যাচ্ছি। নির্বাচন উপলক্ষে কারখানায় বাড়তি শ্রমিক আনা হয়েছে। তারপরও অর্ডার শেষ করা যাচ্ছে না। কাজের ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ।’

পৌর শহরের আরেকটি ব্যস্ত ছাপাখানা অক্ষর মুদ্রণের মালিক পঙ্কজ দে বলেন, ‘এবার প্রার্থীর সংখ্যা বেশি তাই আমাদের কাজের চাপও বেশি। ইতিমধ্যে অনেকের কাজ আমরা ফিরিয়ে দিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ