হোম > ছাপা সংস্করণ

নিলুরখামার গণহত্যা দিবস পালিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিলুরখামার গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহীদদের স্মরণে নিলুরখামার বধ্যভূমি ও গণকবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্থানীয়দের সঙ্গে নিয়ে সামাজিক সংগঠন ‘শেকড়’ এই কর্মসূচির আয়োজন করে।

পরে শেকড় সভাপতি মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, নিলুরখামার বধ্যভূমি ও গণকবর স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শহীদ পরিবারের সদস্য শমসের আলী, আব্দুল জলিল, আমিনুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ।

জানা গেছে, ১৯৭১ সালের ১৬ নভেম্বর পাক বাহিনী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপেরতেপথি, চরুয়াটারী, কাইটটারী, সূর্যেরকুটি, সাতানি, ব্যাপারী হাটসহ কয়েকটি গ্রামে অতর্কিত হামলা চালায়। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে মানুষ। আশ্রয় নেয় নিলুরখামার গ্রামে। পরে পাক হানাদাররা ওই গ্রামটিকে তিনদিক থেকে ঘিরে নির্বিচারে গুলি ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে। আগুনে পুড়ে মারা যায় আপর আলী, বাচ্চানী খাতুন, মইনুদ্দিন মুন্সী, আব্দুস সালাম মুন্সী, হাজেরা খাতুন ও আজিজুর রহমান। এ ছাড়া গুলি করে ৭৯ জন মানুষকে হত্যা করা হয়। হানাদাররা চলে গেলে গ্রামবাসী লাশগুলোকে একত্রিত করে গ্রামের একদিকে মাটি চাপা দেয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ