দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে চুরির ২০ ঘণ্টা পর এক নবজাতককে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত শিউলি আরা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই নবজাতকের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন নবজাতককে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই প্রসূতি মায়ের হাতে তুলে দেন। এ সময় শিশুটির মা আবেগ আপ্লুত হয়ে পড়েন।
জানা গেছে, চিররবন্দরের আক্তার বাজার জগন্নাথপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী জায়েদা বেগম (৩৬) প্রসব বেদনা নিয়ে গত রোববার দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সোমবার সকাল পৌনে নয়টায় তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন। দুপুরে হাসপাতালের ওই ওয়ার্ডে অবস্থানরত এক নারীর কাছে শিশুটিকে দিয়ে প্রসূতিকে বাথরুমে নিয়ে যান তাঁর বোন হাজেরা খাতুন। পরে ফিরে এসে দেখেন ওই নারী নেই।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলি আরা পুলিশের কাছে শিশু চুরির কথা স্বীকার করেছেন। তবে তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।