ময়মনসিংহে ইস্টিশন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত রোববার বিকেলে নগরীর রেলওয়ে স্টেশনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ফ্রি বই বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার আয়োজনে কেক কাটা ও বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম। এ ছাড়া ইস্টিশন পাঠাগারের মো. আসাদুজ্জামান, মামুন মিয়া, রনি আহমেদ, তপন রায়, নুসাইবা নাকিবাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী আজাদ জাহান শামীম বলেন, জ্ঞান অর্জনের জন্য বই পড়েন। তাই বই পড়ার কোনো বিকল্প নেই।