নখ মানুষ মাত্রেরই ভিন্ন ভিন্ন হয়। তবে নখে কোনো রোগ হলে এর রং, পুরুত্ব ও বৃদ্ধিতে পরিবর্তন হয়। নখে আঘাত পেলে, শরীরে অন্য রোগ বা শারীরিক কোনো পরিবর্তন হলে নখে পরিবর্তন আসতে পারে। কোনো পরিবর্তনকে অবহেলা না করে চিকিৎসা করানো দরকার।
পরিবর্তনের কারণ
বিভিন্ন কারণে নখে পরিবর্তন হতে পারে।
- বেবি অয়েল নখে লাগিয়ে ম্যাসাজ করতে পারেন।
- গোলাপজল তুলোয় ভিজিয়ে নখে ম্যাসাজ করলে কয়েক দিনের মধ্যেই নখ ভাঙা বন্ধ হবে।
- মাখনে ভিটামিন এ, বি ছাড়াও পটাশিয়াম, ক্যালসিয়াম, জিংক, আয়রন থাকে। তাই নখে সামান্য মাখন লাগিয়ে আলতো হাতে রাব করতে হবে। মিনিট পাঁচেক পর হালকা গরম পানি দিয়ে ধুয়েমুছে নিন।
- লেবুর রসের সঙ্গে ভিনেগার মিশিয়ে নখ ১০ মিনিট ডুবিয়ে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- সপ্তাহে অন্তত দুই দিন হোয়াইটেনিং টুথপেস্ট ব্রাশে লাগিয়ে ম্যাসাজ করলে নখ চকচকে হবে।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক, ত্বক, চর্ম, যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা