হোম > ছাপা সংস্করণ

খোলা-বন্ধের রৌদ্রছায়ায় শিক্ষাপ্রতিষ্ঠান

মাঘের হাড়কাঁপানো শীতে নওগাঁয় এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল রোববারও ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণার নির্দেশনা থাকলেও জেলাটিতে তা মানা হয়নি। গতকালও জেলার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। তবে ভিন্ন চিত্র কুড়িগ্রাম ও রাজশাহীতে। সেখানে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

নওগাঁয় স্কুল খোলা: নওগাঁয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও গতকাল খোলা ছিল স্কুল। সকালে নওগাঁ শহরের কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, শহরের সব কটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রয়েছে। শীতে কাঁপতে কাঁপতে স্কুল আসছে শিক্ষার্থীরা। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘তাপমাত্রা কোনো দিন কমছে, আবার কোনো দিন বাড়ছে। হুটহাট করে তো আর স্কুল বন্ধ দেওয়া যায় না। স্কুল বন্ধ করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।’ 

রাজশাহী ও কুড়িগ্রামে বন্ধ: চলতি মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গতকাল। এ অবস্থায় রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়গুলো দুই দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুড়িগ্রামে তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ