হোম > ছাপা সংস্করণ

ফিজদের নিয়ে চিন্তা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো নড়বড়ে অবস্থানে, নতুন করে না বললেও চলছে। একের পর এক পরিবর্তনেও এই সংস্করণে সাফল্য খুঁজে পাচ্ছে না তারা। নিজেদের সেরা একাদশ নিয়েও ব্যর্থ হচ্ছে বারবার। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো প্রত্যাশা ছাড়াই খেলতে চায় বাংলাদেশ।

গতকাল মিরপুরে সাংবাদিকদের এমনটা বলেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খুব একটা খেলার সুযোগ হয় না বাংলাদেশের। ১৪ বছর আগে সর্বশেষ সেখানে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিলেন সাকিব আল হাসানরা। অস্ট্রেলিয়া অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে খেললেও সেটা ছিল ওয়ানডে সংস্করণ। অচেনা কন্ডিশন, তার ওপর টানা ব্যর্থতা—সবকিছু বিবেচনায় নিয়ে খুব একটা আশার বেলুন ওড়াচ্ছেন না সুমন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। এমন নয় যে খুব বেশি প্রত্যাশা নিয়ে যাচ্ছি, অনেক কিছু করতে হবে। আমরা খোলা মন নিয়ে যেতে চাই।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ম্যাচে বড় ভূমিকা থাকবে পেসারদের। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বাইরে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স চোখে পড়ার মতো নয়। দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমানও চেনা ছন্দে নেই। যদিও আশাবাদী সুমন বলেছেন, ‘মোস্তাফিজের সেরাটা দেওয়া এখনো বাকি। ওর স্টক ডেলিভারি, স্লোয়ার, কাটার ছিল। এখন কিছু ডেলিভারি নিয়ে কাজ করছে, আশা করি, সেটা নিয়ে বিশ্বকাপে ভালো করতে পারবে।’

কদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া মুশফিকুর রহিমকে বাংলাদেশ অনুভব করলেও তাঁর জায়গায় নুরুল হাসান সোহানের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ, জানিয়েছেন সুমন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ