হোম > ছাপা সংস্করণ

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে নাট্যোৎসব, সম্মাননায় আবুল হায়াত ও মান্নান হীরা

নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ১০১তম জন্মদিন উপলক্ষে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা ২০২৪’ আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী এই উৎসবে সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত ও মান্নান হীরা (মরণোত্তর)।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন হবে উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন ম হামিদ, মামুনুর রশিদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল হলে শুরু হবে স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান। সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন তানু।

২০০৯ সালে মৃত্যুর আগে পর্যন্ত পদাতিক নাট্য সংসদের সভপতি ছিলেন সৈয়দ বদরুদ্দীন হোসাইন। তাঁর জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল হতে প্রতিবছর এই নাট্যোৎসবের আয়োজন করছে। এবারের উৎসবে ১০টি দল অংশ নিচ্ছে। দেশের নাট্যদলগুলো হলো পদাতিক নাট্য সংসদ, নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাতিঘর, নবরস এবং খোকন বয়াতি ও তাঁর দল। এ ছাড়া কলকাতা থেকে যোগ দিচ্ছে সন্তোষপুর অনুচিন্তন। দলটি দুটি নাটক প্রদর্শন করবে। উৎসবে নাটক দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল হল ও স্টুডিও থিয়েটার হলে।

প্রথম দিন জাতীয় নাট্যশালায় দেখা যাবে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থিয়েটার আর্ট ইউনিটের ‘মাধব মালঞ্চী’ ও স্টুডিও থিয়েটার হলে কলকাতার সন্তোষপুর অনুচিন্তনের ‘শীতলার পালা’।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ