যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক)।
গতকাল শনিবার ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি নৌকার চেয়ারম্যান প্রার্থী আমির হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। শহিদুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, ‘আমি আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা নিয়ে রাজনীতি করি। আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন বঞ্চিত হই।’
তিনি বলেন, ‘যেহেতু আমি দলীয় সিদ্ধান্তের বাইরে, আদর্শের বাইরে সর্বোপরী নৌকার বিরুদ্ধে নির্বাচন করব না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান শরীফ বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, নৌকার প্রার্থী আমির হোসেন, নাসিমুল হাবিব শিপার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, সেলিম রেজা প্রমুখ।