হোম > ছাপা সংস্করণ

বরিশালে স্বেচ্ছাসেবক দল সভাপতি লিপন কারাগারে

বরিশাল প্রতিনিধি

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জে এম আমিনুল ইসলাম লিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল নগরীতে কর্মসূচি পালন শেষে ফিরে যাওয়ার সময় ফকির বাড়ি রোডের শিক্ষক ভবনের সামনে থেকে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে লিপনকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

জানা গেছে, জ্বালানি তেল, গ্যাস, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ শেষে ফিরে যাচ্ছিলেন লিপন। নগরীর ফকির বাড়ি রোডের শিক্ষক ভবনের সামনে পৌঁছালে কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. আব্দুল হামিদ ও বাপ্পি জানান, কর্মসূচি শেষ হওার পর হঠাৎ দলের সভাপতি লিপনকে পুলিশ গ্রেপ্তার করে। উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে বলে দাবি তাদের।

এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক বলেন আইনশৃঙ্কলাবাহিনী তাদের দলীয় কর্মসূচি বাধাগ্রস্থ করতে এটা করেছে। তিনি এর নিন্দা জানান।

অবশ্য কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে লিপনকে গ্রেপ্তার করা হয়নি। তিনি ঢাকার রমনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ