জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলায় দিনাজপুরের পার্বতীপুর পৌর সভায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ইব্রাহিম খান। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাস্তবায়িত দুটি প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, স্থানীয় সরকার বিভাগ রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোশারফ হোসেন সমাজ ও পৌর কাউন্সিলররা ছাড়াও পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।
পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন, বাস্তবায়িত দুটি প্রকল্পই পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড অতিক্রম করে পার্শ্ববর্তী তিলাই নদীতে গিয়ে পড়েছে। এর ফলে বিশেষ করে বর্ষাকালে পার্বতীপুর পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।