হোম > ছাপা সংস্করণ

স্রোতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সংযোগ সড়কের আংশিক ধসে গেছে। গত বুধবার রাতে হঠাৎ পানি বাড়ায় এ ধস দেখা দেয়। এতে রংপুরের সঙ্গে লালমনিরহাটের চার উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রশাসন ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে হঠাৎ তিস্তার প্রবল স্রোতে কাকিনা-রংপুর সড়কের রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় ৭০ মিটার রাস্তা ভেঙে গেছে।

এ ছাড়া নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার ভোটমারী, তুষভান্ডার ও কাকিনা ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় আছে। ১২টি বিদ্যালয়ে পানি উঠে ও সাড়ে ৭০০ হেক্টর বিভিন্ন ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসে গেছে প্রায় লাখ টাকার মাছ।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ জানান, কাকিনা ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কাকিনার মহিপুর সড়কের রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় পাকা রাস্তা ধসে গিয়ে রংপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রবল পানির স্রোত থাকায় সড়কটি রক্ষা করা সম্ভব হয়নি। এ ছাড়া বিভিন্ন দপ্তরের লোকজন ক্ষয়ক্ষতি নির্ণয়ে কাজ করছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় ৩০ মেট্রিক টন জিআর ও ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ