হোম > ছাপা সংস্করণ

বাঁশবাগানে মিলল ১০ বোমা, আটক ৪ তরুণ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রাম থেকে ১০টি বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ।

গতকাল শনিবার দুপুরে বেনাপোল বন্দর থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগান থেকে বিস্ফোরকসহ তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রামের আলা হোসেন (২৬), একই গ্রামের জাহিদ হাসান (২১), সজীব হোসেন (২৩) ও বারোপোতা গ্রামের আজগার আলী (৫০)।

স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে মহিষা ডাঙ্গা গ্রামের একটি বাঁশ বাগানে ১০টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম নিয়ে কয়েকজন বোমা তৈরি করছিল। এমন ঘটনা দেখে গ্রামবাসী তাঁদের ধাওয়া দিলে সব ফেলে রেখে তাঁরা পালিয়ে যায়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানালে তাঁরা অভিযান চালিয়ে বাঁশ বাগান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে। এ ঘটনায় পরে চারজনকে আটক করে পুলিশ।

তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনে এলাকায় অধিপত্য বিস্তার করার জন্য ৫ নম্বর পুটখালী ইউনিয়নের আনারস মার্কার প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকেরা এসব বোমা তৈরি করছিল বলে জানান স্থানীয়রা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহিষা ডাঙ্গা ও বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক ও তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ