মির্জাপুরের ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় খননযন্ত্র ও ১ হাজার ৫০০ মিটার পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝিনাই নদীর ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের বৈলানপুরে গতকাল বুধবার সকালের দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন।
জোবায়ের হোসেন বলেন, এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রধান হোতা ফতেপুর গ্রামের মেছের আলী তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে যান। পরে বালু উত্তোলন কাজে ব্যবহৃত খননযন্ত্র ও ১ হাজার ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। তিনি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।