জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় ৩৫০ জন দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টার সময় শহীদ আবদুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের অর্থায়নে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির।
লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আবু নাসের প্রমুখ।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির বলেন, ‘সমাজের অসহায় ও পঙ্গুরা আমাদের বোঝা নয়, বরং এ ধরনের উদ্যোগে সমাজের বিশেষ এই মানুষগুলোকে স্বাবলম্বী করতে সাহায্য করবে।’
প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড.আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, ‘মানবতার কল্যাণে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি।’