বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারে পুরুষদের বোরকা পরে নাচতে দেখা গেছে। গত রোববার ৩০ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ওই প্রার্থীর নাম মোসা. পুতুল বেগম। তিনি খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদের জন্য লড়ছেন। তিনি ওই ইউনিয়নের নারায়ণপুর এলাকার বাসিন্দা।
গত রোববার বেলা ৩টার দিকে খোশবাস বাজারে প্রচার চালানোর সময় স্থানীয় সাংবাদিক ভিডিওটি ধারণ করেন। এই অবস্থায় বোরকা পড়া পুরুষদের দলটি নারায়ণপুর থেকে খোশবাস বাজার, ইলাশপুর ও আরিফপুর গিয়ে প্রচার চালায়।
ভিডিওতে দেখা যায়, প্রার্থী পুতুল বেগমের নেতৃত্বে একটি মিছিল এগিয়ে যাচ্ছে। মিছিল থেকে ওই প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হচ্ছে। এতে বোরকা পরা বেশ কয়েকজন পুরুষ গানের তালে নেচে গেয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চাইছেন।
এ বিষয়ে পুতুল বেগম বলেন, ‘বোরকা পড়ে-তো মেয়েরা নাচবে না। এটা লজ্জারও। ছেলেরা বোরকা পড়ে নিয়েছে। আমি নিষেধ করলেও ওরা শুনবে না কি!’