বিশ্বে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কয়েক বছরে বেড়েছে। যেসব রোগ সাধারণ ওষুধেই সারার কথা, সেখানেও ব্যবহার করা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ফলে নানা ধরনের ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে কাজ করছে না অ্যান্টিবায়োটিক।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, জীবাণুরোধী প্রতিরোধের (এএমআর) কারণে ২০১৯ সালে বিশ্বে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ লাখের বেশি মানুষের মৃত্যু অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।
একই বছর বিশ্বে এইডসে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬০ হাজার মানুষের। আর ম্যালেরিয়ায় ৬ লাখ ৪০ হাজার। অর্থাৎ বছরে ম্যালেরিয়া ও এইডসে যে পরিমাণ মানুষের মৃত্যু হয়, তার চেয়ে বেশি মৃত্যু হয় অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে।
বিবিসি জানায়, অ্যান্টিবায়োটিকের ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে এটা ‘গোপন মহামারিতে’ পরিণত হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।