ভুলে অন্যের বিকাশে যাওয়া ১ লাখ টাকা ও ৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে মেহেরপুরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার এসব মালামাল মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম।
পুলিশ সুপার জানান, ভুলক্রমে তিন ব্যক্তির ১ লাখ টাকা অন্যের বিকাশে চলে যায়। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় জিডি করেন। এ ছাড়া ৫টি মোবাইল ফোন হারানোর ঘটনায় বিভিন্ন সময়ে জিডি করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে মালামাল উদ্ধারে মাঠে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ১ লাখ টাকা এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে।