হোম > ছাপা সংস্করণ

সেপ্টেম্বরে ৩০ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। গত সেপ্টেম্বরে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে এই মৃতের সংখ্যা ছিল দু শর ওপরে।

এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৮ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯ জন। তবে পুরো মাসে ১৪ দিন ছিল করোনায় মৃত্যুশূন্য। গতকাল বৃহস্পতিবার যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. রেহেনেওয়াজ জানান, ১ সেপ্টেম্বর পর্যন্ত যশোরে করোনা শনাক্ত হয়েছিল ২১ হাজার ১৩০ জনের। মাস শেষে এ সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬২৮ জনে। সে হিসেবে সেপ্টেম্বর মাসে নতুন করে ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ প্রতিদিন গড়ে ৬ দশমিক ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে নমুনা বিবেচনায় শনাক্তের হার সর্বনিম্ন ৩ দশমিক ৪১ শতাংশে নেমে আসে। একই সঙ্গে সুস্থতার হারও ছিল সন্তোষজনক। সেপ্টেম্বর মাসে দিনে গড়ে ২ দশমিক ৮৬ জন করে করোনা রোগী সুস্থ হয়েছেন।

ডা. রেহেনেওয়াজ আরও জানান, যেখানে জুলাই, আগস্ট মাসে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায় সেখানে সেপ্টেম্বরে এ সংখ্যা মাত্র ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। এর মধ্যে তিন দিন সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ