চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কমিউনিটি ক্লিনিকের আওতায় গণটিকা কার্যক্রমে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার জন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০টি কেন্দ্রে এ কার্যক্রম চালানো হয়।
সরেজমিন কয়েকটি টিকাকেন্দ্র ঘুরে দেখা গেছে, টিকা নিতে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এতে লোকজনকে হুড়োহুড়ি করতে দেখা গেছে। শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। এদিকে টিকা বরাদ্দের চেয়ে লোকজনের উপস্থিতি বেশি হওয়ায় অনেককে টিকা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের আত্ততায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০টি কেন্দ্রে দিনব্যাপী করোনাভাইরাসের গণটিকা কর্মসূচি চালানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১ হাজার ৫০০ জন করে ১৫ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। এতে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের টিকা দেওয়া হয়েছে। নারী ও পুরুষের জন্য পৃথক বুথের ব্যবস্থা ছিল।’