হোম > ছাপা সংস্করণ

দুশ্চিন্তায় ৪ শতাধিক জেলে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে সন্ধ্যা নদীতে জেলেদের জালে ইলিশ মিললেও ভালো নেই তারা। দুশ্চিন্তায় আছেন চার শতাধিক জেলে। আগামী ৪ অক্টোবর থেকে স্থানীয়ভাবে মোট ২৫ দিন নদ-নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই এ সময়ে কীভাবে তারা দিন কাটাবেন তাই নিয়ে তাদের দুশ্চিন্তা।

উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের লক্ষ্মনকাঠি গ্রামের সুজন দাস (৩৮) বলেন, ‘এ বছর নদীতে মাছ পাইনি। আগামী ২৫ দিন অবরোধ। সরকার অবরোধ দিয়েছে মানতে হবে। তবে এই ২৫ দিন কীভাবে সংসার চালাব তা বুজতে পারছি না। এমনিতেই সংসার চালাতে কষ্ট হচ্ছে। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালাতে হচ্ছে। তার ওপর মহাজনের দাদনের টাকাও শোধ দিতে পারছি না। দেনার ওপর দেনা জমা হচ্ছে। এখন আবার ধারদেনা করে চলতে হবে।’

উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের জেলে সজিব (৩২) বলেন, ‘আইছে ২৫ দিন অবরোধে বইয়া থাকতে অইবে।’ এই সময়ে আপনি কোনো সাহায্য পান কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সাহায্য দেবেআনে ১০ কেজি চাউল। এয়া ছাড়া আর কিছুই পাই না। মনে অয় জেলে অইয়া অপরাধ হরছি। মেম্বর চেয়ারম্যানের ধারে কিছু চাইলেই কয় তোমারতো জাইলা কার্ড আছে।’ সজীব আরও বলেন, ‘এই ২৫ দিন এহন এনজিও দিয়া টাহা উডামু। হেয়াও আবার জম্মের সুদ। ঠিকমতো না দেতে পারলে খামুআনে মামলা।’

উপজেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক ফিরোজ হোসেন জানান, নেছারাবাদে মোট ২ হাজার ৭২৭ জন নিবন্ধনভুক্ত জেলে রয়েছেন। আগামী ৪ অক্টোবর থেকে মোট ২৫ দিন নদনদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় নিবন্ধনভুক্ত জেলেদের জনপ্রতি মোট ২০ কেজি করে চাল দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ