হোম > ছাপা সংস্করণ

বিদ্যালয়ের মাঠে সড়ক অপসারণের নির্দেশ

ঘাটাইল প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের মাঝখান দিয়ে পাকা সড়ক নির্মাণ করেছে ঘাটাইল পৌর কর্তৃপক্ষ। পরে উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ওই সড়কটি অপসারণের নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গত ২৫ অক্টোবর মেয়রকে পাঠানো এক পত্রে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম এ নির্দেশ দেন। সাত কার্যদিবসের মধ্যে সড়কটি অপসারণ করতে বলা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসকের ওই পত্রে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের খেলাধুলার জন্য মাঠটি একান্ত প্রয়োজন। তা ছাড়া রাস্তাটি বিদ্যালয়ের নিজস্ব মালিকানাধীন জমিতে নির্মাণ করা হয়েছে। পত্রপ্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে রাস্তাটি অপসারণের জন্য নির্দেশ দেওয়া হলো। কিন্তু সাত কার্যদিবস পার হলেও এখনো রাস্তাটি অপসারণ করা হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র শহীদুজ্জামান খান বলেন, ‘পত্র পেয়েছি। দুয়েক দিনের মধ্যে রাস্তা অপসারণের কাজ শুরু করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন বলেন, ‘রাস্তাটি অপসারণ না করার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

এর আগে স্কুলের মাঝমাঠ বরাবর রাস্তা নির্মাণ করা হলে শিক্ষার্থীদের খেলাধুলার বিঘ্নসহ জলাবদ্ধতার সৃষ্টি এবং স্কুলের সৌন্দর্যও নষ্ট হবে উল্লেখ করে নির্মাণকাজ বন্ধের জন্য ২৯ জুলাই ইউএনওর কাছে লিখিত আবেদন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ