চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খালে আলমপুর কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন। আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার বিকেলে ভোট বন্ধের এক ঘণ্টা আগে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল্লাহ।
জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। তবে কত রাউন্ড গুলি চালানো হয়েছে তা নিরূপণ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ছাড়াও ভোলাহাট ইউনিয়নের রামেশ্বর হাইস্কুল ভোটকেন্দ্র, আদালত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ময়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার নেই বলে দুপুরের পর পর ভোটগ্রহণ বন্ধ করে ব্যালট পেপার উপজেলা কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে অনিয়মের অভিযোগ এনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।