চাঁদপুরের মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে পুনরায় ভোটগ্রহণ বা ভোট গণনার দাবিতে ওই ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার সকালে দশানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে একজন ইউপি সদস্য পদপ্রার্থী ছিলাম। ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা নিজেদের মতো ভোট গণনা করেছেন। তাঁদের ইচ্ছেমতো নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। আমি শতভাগ নিশ্চিত এ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়েছেন। ভোটে অনেক এগিয়ে ছিলাম। তারপরও পরাজিত হলাম।’