হোম > ছাপা সংস্করণ

পঞ্চম দফার নিলামেও মেলেনি কাঙ্ক্ষিত দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 কারনেট সুবিধায় আনা বিশ্বের নামীদামি ব্রান্ডের বিলাসবহুল ১১২টি গাড়ি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে একক কনটেইনার ভর্তি অবস্থায় ৮ বছর ধরে পড়ে রয়েছে। চলতি বছরের ৩ ও ৪ নভেম্বর পঞ্চমবারের মতো ঢাকঢোল পিটিয়ে নিলামের আয়োজন করে চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে গাড়িগুলো কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়নি। এবার ১১২টি গাড়ির মধ্যে মাত্র ৫টি গাড়ি বিক্রি করা যাচ্ছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার আল আমিন বলেন, গত নভেম্বর মাসে কারনেট সুবিধায় আনা ১১২টি গাড়ির নিলামের জন্য যাঁরা দরপত্র জমা দেন, সেগুলো থেকে ৫টি গাড়ির নিলাম অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। অনুমোদনের জন্য ২ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলে শিগগিরই তাঁদের কাছে গাড়িগুলো হস্তান্তর করা হবে। বাকি গাড়িগুলো আবার পর্যায়ক্রমে নিলামে তোলা হবে।

সূত্র জানায়, এসব গাড়িগুলো ২০১৬ সাল থেকে এ নিয়ে পঞ্চমবার নিলামে তোলা হলো। কিন্তু সফলতা আসেনি। একটি গাড়ির রিজার্ভ ভ্যালু ধরা হয়েছে ৪ কোটি ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা টাকা। কিন্তু দরপত্রে দাম পড়েছে সর্বোচ্চ ৫৩ লাখ থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত।

১১২টি গাড়িই মিতসুবিশি, মার্সিডিজ বেঞ্চ, বিএমডব্লিউ, ল্যান্ডরোভারসহ নামী কোম্পানির।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ