প্রাচ্যনাট মঞ্চে আনছে নতুন নাটক ‘আগুনযাত্রা’। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। ভারতের নাট্যকার মহেল দাত্তানির লেখা ‘সেভেন স্টেপস অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে ‘আগুনযাত্রা’ অনুবাদ করেছেন শহীদুল মামুন আর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। অভিনয় করেছেন শাহেদ আলী, কাজী তৌফিকুল ইসলাম ইমন, চেতনা রহমান, শারমিন আক্তার শর্মী, রকি খান, তানজি কুন প্রমুখ।