হোম > ছাপা সংস্করণ

গণপরিবহন বন্ধ, চাপ রেলে

মঞ্জুর আহমদ, সিলেট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশের সঙ্গে সিলেটেও চলছে পরিবহন ধর্মঘট। গণপরিবহন না পেয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভিড় করছে রেলস্টেশনে। বাড়তি যাত্রীল চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ।

ধর্মঘটের কারণে গতকাল শুক্রবার দিনভর সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। বন্ধ রয়েছে স্বল্পপাল্লার যানও।

ট্রাক, পিকআপভ্যান চলাচল না করায় পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। তবে নগরী ও আশপাশের এলাকায় কিছু সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সিলেটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয়।

সমিতির সভাপতি আবুল কালাম বলেন, হঠাৎ করে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের পরিবহন খাতে নতুন সংকটের সৃষ্টি হতে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়লে গাড়ি ভাড়াসহ পরিবহন খরচ বাড়বে। এর প্রভাব সব স্তরে পড়বে। তাই সরকারকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিহার করতে হবে।

তিনি বলেন, ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। ঢাকা থেকে সিলেটে আসা ব্যবসায়ী আবুল হাসান বলেন, ব্যবসার কাজে বুধবার সিলেট আসেন তিনি। হঠাৎ ধর্মঘটে ঢাকা ফিরতে পারছেন না। বাস চলাচল না করলেও ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায়নি।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে আসা মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

রাজশাহী থেকে সিলেট আসা আরিফ আহমদ বলেন, ‘বৃহস্পতিবার শাহজালালের মাজার জিয়ারতে পরিবারসহ এসেছি। কিন্তু ধর্মঘটের কারণে ফিরতে পারছি না।’

সব ধরনের যান বন্ধ থাকায় চাপ পড়েছে রেলে ওপর। কিন্তু এত মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে  রেলওয়ে কর্তৃপক্ষ।

সিলেট রেলস্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন, ‘সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনের সব সিটই বুকিং হয়ে গেছে। এখন শত শত মানুষ টিকিটের জন্য স্টেশনে অপেক্ষা করছেন। কিন্তু তাঁদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ