দিনাজপুরের খানসামায় অলোকা রায় (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফা পাড়া এলাকার একটি করলাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
অলোকা রায় উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় এলাকার অনিল রায়ের (৫৫) স্ত্রী এবং গোয়ালডিহি পূর্ব হাসিমপুর গ্রামের তাতি পাড়ার সত্যেন রায়ের মেয়ে।
খানসামা থানার ওসি কামাল হোসেন বলেন, করলাখেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত করে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।