হোম > ছাপা সংস্করণ

মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন

খুলনা প্রতিনিধি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানববন্ধন ও র‌্যালিতে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বেলা ১১টায় নগরীর ফুল মার্কেট মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে জাতিসংঘ পার্কের সামনে গিয়ে শেষ হয়। পরে পার্কের সামনে মানববন্ধন হয়।

মানববন্ধনে কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশ কর্তৃক দুটি চোখ উপড়ে নেওয়া খুলনা মহানগরের গোয়ালখালী এলাকার যুবক মো. শাহজালাল তাঁর চোখ ফেরত চেয়ে বলেন, ‘২০১৭ সালে পুলিশ বিনা অপরাধে ছিনতাইয়ের সন্দেহে ধরে নিয়ে আমার দুটি চোখ তুলে দেয়। এ বিষয়ে আমি খালিশপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম খানসহ ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা করলেও ন্যায় বিচার পাইনি।’ মানববন্ধনে তিনি অভিযুক্তদের বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশ নেন গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনির বাবা মো. আব্দুর রাশেদ। আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হিমেলের নেতৃত্বে পুলিশ আমার ছেলে জনিকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় কয়েক দিন রেখে তাঁকে গুম করা হয়। তারপর দীর্ঘ ৬ বছরেও আমার ছেলের সন্ধান দিতে পারেনি পুলিশ।’ মানববন্ধনে তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি এবং তাঁর ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন ডিজিটাল নিরাপত্তা আইনের নামে গণমাধ্যমের স্বাধীনতা হরণের মামলায় হয়রানির শিকার হওয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মো. রাশিদুল ইসলাম। তিনি বলেন, ‘২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে মোট ভোটের চেয়েও ২২ হাজারেরও বেশি ভোট কাস্টিং দেখানো হয়। আমি ওই সংবাদ প্রকাশ করায় আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দেওয়া হয়। এখন উচ্চ আদালতের জামিনে থাকলেও মামলার খড়্গ আমার ঘাড়ের ওপর রয়েছে।’ তিনি ডিজিটাল নিরাপত্তা আইনসহ এ ধরনের নির্যাতনমূলক সব আইন বাতিল এবং তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা জেলা সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লবসহ আরও অনেকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ