হোম > ছাপা সংস্করণ

আমজাদ কীভাবে বিদেশে, জানতে চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষেধাজ্ঞা থাকার পরও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন কীভাবে দেশ ছেড়েছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জানাতে গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ। এর আগে গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গতকাল শুনানিতে আদালত দুদকের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘আসামি দেশত্যাগ করে চলে গেলেন আর আপনারা নীরব দর্শক হয়ে দেখছেন? যেখানে দুদক, বিএফআইইউ, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারপরও তিনি কীভাবে পালিয়ে যান? মামলা হয়েছে, নিষেধাজ্ঞা আছে, তদন্ত হচ্ছে, তারপরও কীভাবে তিনি দেশত্যাগ করলেন?’

তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমরা কাজ করছি।’ আদালত বলেন, ‘বুঝলাম তো আপনারা কাজ করছেন, তাহলে গেল কী করে? কী পদক্ষেপ নিলেন?’ দুদকের আইনজীবী বলেন, এটা নিয়ে অফিসের সঙ্গে কথা বলতে হবে। কথা না বলে কিছু বলতে পারব না।

আদালত বলেন, ‘অনেক কাজ করতেছেন, এটা তো মুখে বললেই হবে না। পালানো তো থামাতে পারছি না। আমরা যদি এখন এসব বিষয়ে লক্ষ না রাখি, তাহলে তো দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। আমরা চাই আমাদের অর্থনীতি ভালো থাকুক, দেশের উন্নয়ন হোক, মানুষ যাতে ডাল-ভাত আনন্দের সঙ্গে খেতে পারে। এভাবে টাকা যদি বাইরে চলে যায়, তাহলে দেশের মানুষ কীভাবে সুন্দর জীবনযাপন করবে? এগুলো আমাদের দেখতে হবে। এটা দেখা দুদকের প্রধান দায়িত্ব। জনগণের ঘাম ও শ্রমের টাকা, প্রবাসীরা কত কষ্ট করে রেমিট্যান্স পাঠাচ্ছে। সেই টাকা যদি এভাবে বিদেশে পাচার হয়ে যায়, এটা মারাত্মক বিষয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ