চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, হত্যাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
ওসি জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিল ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় হত্যা মামলাসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আবদুল মজিদ, মো. ইমন, হুমায়ন কবির, জাহিদ হোসেন, মো. সোহেল, নবী, ইদ্রিস, রুবেল, জাহিদ হোসেন, চাষী মিয়া, সোহেল রানা, আবদুল মজিদ, ফারুক হোসেন, খলিল, পিন্টু, বিল্লাল, সাইফুল ইসলাম, মীর হোসেন, মাবিয়া খাতুন, সেলিম, খাদিজা আক্তার প্রমুখ।