ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঠিকানা পরিবহনের বাসের চালক রুবেল ও সহকারী মেহেদী হাসান।
গতকাল রাত ৯টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাসেল ও মেহেদী জানিয়েছে তারা মালিকের সঙ্গে দৈনিক ৩ হাজার টাকা চুক্তিতে ভাড়া নিয়ে বাসটি রাস্তায় চালাতেন। মালিকের জমা তোলার পর যা আয় হতো তা চালক ও সহকারী নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। বেশি লাভের আশায় তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে রাজি হতেন না।