হোম > ছাপা সংস্করণ

পাটকল শ্রমিকদের ছয় দফা

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর শিরোমণি শিল্প এলাকার বন্ধ জুট স্পিনার্স, আফিল, মহসেন, সোনালি ও এ্যাজাক্স জুট মিল চালু, বকেয়া পাওনা পরিশোধ, সম কাজে সম মজুরি প্রদানসহ ৬ দফা দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকেরা। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার বিকেলে নগরীর শিরোমণি শহীদ মিনার চত্বরে এক জনসভায় তারা এ দাবি জানান।

জুট স্পিনার্স মিলের সাধারণ শ্রমিক কর্মচারী ও বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে এ শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেনের পরিচালনায় এ সভায় বক্তৃতা করেন, বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহসভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা কারি আসহাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মো. আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, সবুর, আলম, মো. মুজিবর, আব্দুর রশিদ, মো. আলা, হাছান, আতাউর, বাবুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালি জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মো. বাবুল খান, লুৎফর রহমান, বাবলু প্রমুখ।

শ্রমিক জনসভায় নেতারা বলেন, ১০ অক্টোবর সকাল ১০টায় ফেডারেশন নেতারা খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের সঙ্গে মতবিনিময় ও ১১ অক্টোবর রাত ৮টায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপির সঙ্গে রেলগেটের বাসভবনে বৈঠক করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ