হোম > ছাপা সংস্করণ

সমবায় দিবসে নানা আয়োজন

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার পালন করা হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

রংপুর: দিবসটি উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়। রংপুর সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীরা এ আয়োজন করেন। পরে টাউন হল চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে মিলনায়তনে সমবায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তারাগঞ্জ: উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। দুপুর ১২টার দিকে শোভাযাত্রা শেষে চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীবৃন্দ আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে দেড় শতাধিক সমবায়ী অংশ নেন। আলোচনা সভা শেষে দুজন শ্রেষ্ঠ সমবায়ীকে পুরস্কার দেওয়া হয়।

পীরগাছা: শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা জানানোর মাধ্যমে পালন করা হয় জাতীয় সমবায় দিবস। সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়। উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সর্বাধিক সিডিএফ প্রদানকারী, শ্রেষ্ঠ সমবায়ী ও সমিতিকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।

গঙ্গাচড়া: বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।

আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণিতে সফল সমবায় সমিতিকে সম্মাননা স্মারক ও সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়।

কাউনিয়া: উপজেলা প্রশাসন এবং সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং শোভাযাত্রা বের করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন।

পীরগঞ্জ: সকালে উপজেলা সদরে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল।

বদরগঞ্জ: উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ