হোম > ছাপা সংস্করণ

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরী ও জেলার শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও অপর চালক আহত হয়েছেন। গতকাল শনিবার এ দুই দুর্ঘটনা ঘটে।

গাজীপুর: গাজীপুর মহানগরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মমতাজুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে গাজীপুর বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজুল নেত্রকোনার পূর্বধলার থানা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। গাজীপুর সিটি করপোরেশনের ভোগরা এলাকার টেকনো ফাইবার লিমিটেডের মার্চেন্ডাইজার হয়েছে কর্মরত ছিলেন তিনি।

গাজীপুরের গাছা থানার উপপরিদর্শক ফরিদ আহাদ বলেন, শনিবার সকালে মমতাজুল মোটরসাইকেলে চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মমতাজুল নিহত হন।

শ্রীপুর: শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজার এলাকায় চলন্ত বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় জৈনা বাজার এলাকায় ইউ টার্নে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত চালকের নাম মো. আবুল কাশেম পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোড় গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি শ্রীপুরের জামিরদিয়া গ্রামের পিএ নিট কম্পোজিটর লিমিটেড কারখানার চাকরি করেন।

মাওনা হাইওয়ে থানার পরিদর্শক (দুর্ঘটনাকবলিত বাস এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাস চালককে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ