প্রথমবারের মতো জিএসটি ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে হাবিপ্রবিতে ৮টি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২১ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদে ভর্তি আহ্বান করা হয়। এ আবেদন প্রক্রিয়া চলবে ৫ ডিসেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
মেধাতালিকা তৈরি করা হবে জিএসটি ভর্তি পরীক্ষার ১০০ নম্বর ও এসএসসি জিপিএ এর ওপর ১০ নম্বর এবং এইচএসসি জিপিএ এর ওপর ১০ নম্বর সর্বমোট ১২০ নম্বর এ শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে। বিস্তারিত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে।