ভালুকা উপজেলার ধামশুর হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা স্বেচ্ছাশ্রমে একটি রাস্তা সংস্কার করেছে। গত রোববার স্কাউটের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বিদ্যালয়ের অর্থায়নে সুরকি ফেলে রাস্তা সংস্কার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক থেকে ধামশুর হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি ছিল খানা-খন্দে ভরা। জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর সংস্কারের এ উদ্যোগ নেওয়া হয়।
ওই বিদ্যালয় থেকে পিএস (প্রেসিডেন্টস স্কাউট) অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া জামান স্নিগ্ধা বলেন, ‘আমরা যে কোনো কল্যাণ মূলক কাজ করতে সর্বদাই প্রস্তুত। আমাদের বিদালয়ে যাতায়াতের রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। তাই প্রধান শিক্ষক আনোয়ারা নীনা স্যারের সহযোগিতা ও দিক নির্দেশনায় রাস্তাটি সংস্কার করেছি।’
প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সম্পাদক আনোয়ারা নীনা বলেন, ‘আমাদের বিদ্যালয়ের চলাচলের রাস্তাটি ভারী বালি বোঝাই ট্রাক যাতায়াত করায় চলাচলের অনুপযোগী হয়ে যায়। আমার বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করি।’