মানিকগঞ্জের সদর উপজেলার বরুণা এলাকায় থেকে গাঁজাসহ মো. শহিদ (৬০) নামের একজনকে আটক করেছে র্যাব-৪। গত রোববার বেলা ১১টায় তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার শহিদ ওই গ্রামের মো. মহেদ আলীর ছেলে।
র্যাব-৪-এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বেলা দেড়টার দিকে বরুণা এলাকায় অভিযান চালায় র্যাব-৪। এ সময় শহিদকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে ডিজিটাল স্কেল ও নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাবের এ কর্মকর্তা বলেন, শহিদ একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।