গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন চুরি ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত শনিবার কামরুল হাসান বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। গতকাল রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন।
মামলার আসামিরা হলেন খুলনার সদর উপজেলার মো. বাদল মিয়া, চট্টগ্রাম জেলার কাঞ্চনা এলাকার সুমনসহ অজ্ঞাত আরও ৮-১০ জন।
শনিবার কাওরাইদের বলদীঘাট জেএম সরকার উচ্চবিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে এক জনসভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠান চলাকালে সংঘবদ্ধ চোরের দল সুকৌশলে ইউপি চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পকেট থেকে নগদ টাকা এবং শিক্ষা কর্মকর্তাসহ বেশ কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন চুরি করে। এ সময় নেতা-কর্মীরা চোর সন্দেহে বাদল মিয়াকে আটক করে পুলিশে দেয়।
মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠান থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিনের মোবাইল ফোন এবং তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের টাকা পয়সা নিয়ে নেয়।
এ দিকে শনিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সংঘবদ্ধ চোরের দল স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম চৌধুরী, বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন এবং কামরুল হাসানের পকেট থেকে নগদ টাকা নিয়ে নেয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, বাদল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।