রাঙামাটির লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশদের (চৌকিদার ও দফদার) বার্ষিক পোশাক ও একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে।
গত শনিবার লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৭৪ জন পুলিশের কাছে বার্ষিক নির্ধারিত পোশাক ও ১টি করে বাইসাইকেল বিতরণ করেন।
ইউএনও জানান, গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা ও ইউনিয়ন পরিষদের কাজে সহযোগিতা করা গ্রাম পুলিশের কাজের গতি বাড়াতে স্থানীয় সরকার বিভাগ থেকে বার্ষিক পোশাক ও বাইসাইকেল বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো তাঁদের কাছে বিতরণ করা হয়েছে। এর ফলে এখন থেকে গ্রাম পুলিশ দ্রুত খবরাখবর আদান প্রদান করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টুসহ গ্রাম পুলিশের সদস্যরা।