তালা উপজেলার হাজরাকাটি মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা মাঠে চার দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে গত সোমবার ফাইনালসহ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যে হাজরাকাটি আদর্শ যুব সংঘ এ প্রতিযোগিতার আয়োজন করে। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু যৌথভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজীৎ দাশ বাপী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদীন এহসান দীপ, তালা থানার এসআই ফারুখ হোসেন, খলিলনগর ক্যাম্প ইনচার্জ এসআই শহিদুল ইসলাম, কেন্দ্রীয় জাসদ নেতা দেবাশীষ দাস, ইউপি সদস্য গাজী সেলিম হোসেন, শেখ জলিল প্রমুখ।