হোম > ছাপা সংস্করণ

রাকিব হত্যার বিচার চেয়ে কাঁদলেন মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন বছর পার হলেও বনানীর আলোচিত রাকিব হত্যার বিচার হয়নি এখনো। রাকিব হোসেন হামজা ছাত্রলীগের বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। খুনের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত শুরু করে। কিন্তু এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি সংস্থাটি। এসব নিয়ে আক্ষেপ করে দ্রুত বিচার দাবি করেছেন রাকিবের মা মাকসুদা হোসাইন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাকিবের বাবা আলতাফ হোসেন, বন্ধু নুর ইসলাম এবং পরিবারের অন্য কয়েকজন সদস্য।

কান্নাজড়িত কণ্ঠে রাকিবের মা মাকসুদা জানান, ২০১৮ সালের ৭ ডিসেম্বর রাতে কড়াইল আনসার ক্যাম্পসংলগ্ন দুলাল মিয়ার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় রাকিবকে। সে তিতুমীর কলেজের বিবিএর ছাত্র ছিল। এলাকায় মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল রাকিব। যে কারণে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা শত্রুতা করে রাকিবকে হত্যা করে।

রাকিবের বাবা আলতাফ জানান, খুনের দিনেই তিনি বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম ওরফে সাজিব ওরফে বোঝা সজীব, জসিম ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়।

রাকিবের মা বলেন, ‘গত ৭ ডিসেম্বর আমার সন্তান হারানোর তিন বছর পূর্ণ হলো। কিন্তু আজ পর্যন্ত আমার সন্তান হত্যার বিচার পাইনি। খুনিদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। শফিকুল ইসলাম ওরফে সজীব ওরফে বোচা সজীব জামিন নিয়ে বের হয়ে এসে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। আমার সন্তান হত্যায় কারও কিছু হবে না বলে তুচ্ছতাচ্ছিল্য করছে।’

মাকসুদা হোসাইন বলেন, ‘মাননীয় আদালতে আমাদের আবেদনের প্রেক্ষিতে মামলাটি এখন পিবিআই তদন্ত করছে। কিন্তু দীর্ঘ সময় গেলেও তদন্ত রিপোর্ট জমা দেয়নি পিবিআই। একদিকে খুনিরা ভিকটিমের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে, পুলিশ সকল খুনিকে গ্রেপ্তার করতে পারেনি; অন্যদিকে তদন্ত ও বিচারের দীর্ঘসূত্রতা চলছে। এমতাবস্থায়, আমরা হতাশ হয়ে পড়ছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ