হোম > ছাপা সংস্করণ

জাবিতে দুর্নীতির বিরুদ্ধে শপথ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিতর্ক প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। আয়োজনটি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়েস গ্রুপ।

অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান ইয়েস গ্রুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণদের মধ্যে দুর্নীতি বিরোধী উদ্যম রয়েছে। ইতিপূর্বে তারা সেই উদাহরণ সৃষ্টি করেছে। স্বাধীনতাযুদ্ধ থেকেই বাংলাদেশের ইতিহাসে তারুণ্যের অবদান রয়েছে।’

শপথের পাশাপাশি ‘কেবল তারুণ্যেই পারবে দুর্নীতি রুখতে’ শিরোনামে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে চ্যাম্পিয়ন হয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও রানার্সআপ হয় বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এ ছাড়া সেমিনার কক্ষের বাইরে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরিন সুলতানা, সহকারী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, টিআইবি পরিচালক-সিভিক এনগেজমেন্ট ফারহানা ফেরদৌস ও ইয়েস গ্রুপ জাবির টিম লিডার সাদিকুল ইসলাম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ