নাঙ্গলকোটে পিকআপের ধাক্কায় শাকিব হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের চান্দাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু শাকিব উপজেলার গোমকোট গ্রামের রুজিনা বেগমের ছেলে। পিকআপচালক জুয়েলকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে পিকআপটি। জুয়েল দক্ষিণ শ্রীহাস্য গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও নিহত শাকিবের মা রুজিনা বেগম জানান, সকালে মৌকরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী তালগাছ প্রতীকের শরিফা বেগমের নির্বাচনী পোস্টার টাঙাচ্ছিলেন প্রার্থীর দুই ছেলে। এ সময় দ্রুত গতির পিকআপটি ঘটনাস্থল অতিক্রমের সময় শিশু শাকিবসহ তাঁদের ধাক্কা দেয়।
আহত হওয়া প্রার্থীর দুই ছেলে হলেন অটোরিকশাচালক শহিদুল ইসলাম (২০) ও নাফিস (১২)।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশু শাকিবের চার বছরের সময় তাঁর বাবা উপজেলার পূর্ব বামপাড়া গ্রামের জসিম উদ্দিন মারা যান। পরে দ্বিতীয় বিয়ে করেন শাকিবের মা। এরপর থেকে স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়ি থাকছেন রুজিনা বেগম।
এ বিষয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিভাবকদের কেউ এখনো কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের করলে পিকআপচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’